সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

কবিতা- ৩৬ : কাগজের প্রতি ভালোবাসা

 



কাগজের প্রতি ভালোবাসা

    হাবিবুল্লাহ

এই কাগজে লেখা হয় পবিত্র কুরআন,

ধারণ করা থাক এতে সকল প্রকার জ্ঞান।

ইতিহাস লেখা থাকে এই কাগজে,

অতীতকে আনা যায় বর্তমান মাঝে।

ভবিষ্যতের ধারণা দেয়া হয় এতে,

তুলনা তাই করা যায় টাইম মেশিনের সাথে।

বানানো যায় অনেক কিছুই করে আকাঁআঁকি,

তৈরি হয় আরো অনেক করলে কাঁটাকাঁটি।

তাই তো আমি এই কাগজকে-

অনেক ভালোবাসি।
 ০৩/০৭/১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন