সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

কবিতা- ৩৭ : বেসুরুর আড়ালে সুর

বেসুরুর আড়ালে সুর

   হাবিবুল্লাহ 

মূর্খরা কয় পাগল আমায়,

জ্ঞানীরা কয় খাঁটি।

কারণ,

মানুষকে আমি বলি হাতি!

গবেষণা যতই থাকুক

হাতি নাহি হলে,

কেমন করে পৌঁছতো মানুষ

শীর্শতার ঐ কূলে?

জানো কি তুমি জানো কি?

কেন আজ এত উন্নত এ পৃথিবী?

কারণ,

মানুষেরা হলো হাতি!
২১/১০/১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন