সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

এক টাকার সংকট মোকাবেলায় চাই আইনী পদক্ষেপ

 

ইদানিং বাংলাদেশের বেশকিছু জেলায় এক টাকাকে এক শ্রেণির ব্যবসায়ী মহল অচল করে ফেলেছে বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে এক টাকা আজ একেবারে অচল কোন দোকানেই এক টাকা নিতে চায় না এমনকি ভিক্ষুকরা পর্যন্তও এখন এক টাকা আর ভিক্ষাও নেয় না তারা নিয়েই বা করবে কী? এই টাকা তো আর কোথাও চালাতে পারবে না কিন্তু প্রশ্ন হলো- এক টাকা চলবে না কেন? এই এক টাকা অচল হওয়ার কারণে সাধারণ জনগণের প্রতিদিন কোটি কোটি টাকা লোকসান হচ্ছে একজন সাধারণ মানুষ যখন টাকার একটি ব্যালেন্স কার্ড কিনতে যায় তখন তার কাছ থেকে রাখা হচ্ছে ১০ টাকা আবার ২৯ বা ৩৯ টাকা লোড করতে গেলে রাখছে ৩০ বা ৪০ টাকা আবার ব্যক্তিই যদি ১১ টাকা মূল্যের কিছু কিনতে যায় তাহলে এক টাকা অচলের দোহাই দিয়ে রাখছে ১২ টাকা এভাবে অসাধু ব্যবসায়ীরা সাধারণ মানুষের কাছ থেকে প্রতিদিন হাজার হাজার টাকা প্রতারণা করে নিয়ে নিচ্ছে এক টাকা বাংলাদেশের সম্পদও বটে এই সম্পদকে মূল্যায়ন না করাও একটি বড় ধরনের অপরাধ তাই যে সকল ব্যবসায়ীরা এক টাকা নিতে চায় না তাদেরকে আইনের আওতায় আনা দরকার দেশের প্রশাসনকে বলবো এক টাকার সংকট প্রতিরোধে মাঝে মাঝে অভিযানে বের হোন সাধারণ মানুষের ছদ্মবেশে ব্যবসায়ীদের থেকে কেনাকাটা করার সময় একটাকার কিছু কয়েন ধরিয়ে দিন যারাই নিতে চাবে না তাদেরকেই জরিমানা বা শাস্তির ব্যবস্থা করুন এভাবে কিছুদিন অভিযান চালালেই এক টাকার সংকট দূর হবে এবং প্রতিদিন হাজারও সাধারণ মানুষ ব্যবসায়ীদের কোটি কোটি টাকার প্রতারণা থেকে মুক্ত হতে পারবে

এক্ষেত্রে  সাধারণ মানুষের উদাসীনতাও কম নয় এক টাকা যেন কিছুই নয় এমন ভান করে বাড়তি দিয়ে দিচ্ছে এক টাকা না চালাতে পারলে যে প্রতিদিন তাকে দশ বিশ বা শত টাকা গচ্চা দিতে হচ্ছে সেই হিসেবটা করছে না তাই দেশের সচেতন নাগরিকদেরকে বলবো যারা এক টাকা নিতে চায় না তাদেরকে নিতে বাধ্য করুন প্রয়োজনে আইনের আশ্রয় নিন যেখানে কোন ব্যবসায়ী এক টাকা কম নিতে চায় না সেখানে এক টাকা বেশি নেওয়ার অধিকার তারা কিভাবে পায়? তাই আসুন সবাই সচেতন হই এবং দেশের সম্পদ আমাদের স্বার্থ রক্ষার্থে এক টাকার সংকট কাটিয়ে উঠতে সোচ্চার হই আমরা উদ্যোগ নিলে আমাদের সম্পদ এক টাকাকে আবারও আমরা ব্যবহার করতে পারবো এবং এই টাকা দিয়ে আমরা সবকিছুই কেনা কাটা করতে পারবো আর যারা দীর্ঘদিন ধরে নিজের বাসায় এক টাকার কয়েন জমিয়ে কিছু করার স্বপ্ন বুনছিল তাদের স্বপ্নগুলোও বাস্তবে পরিণত হবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন