বিসিএস সহ সরকারি অন্যান্য পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছেন তারা সবাই নৈর্ব্যক্তিক প্রশ্ন কারেকশন করতে গিয়ে একটি সমস্যায় পড়ে যান। অর্থাৎ আপনি সমসাময়িক কোন প্রশ্নের যে উত্তরটি সঠিক হিসেবে পড়ে গেলেন সেই একই প্রশ্নটিতে সঠিক অপশনটি দেওয়াই হয়নি। তখন সেই নৈর্ব্যক্তিক প্রশ্ন বাদ দিলেও যেমন সমস্যা হয়ে দাঁড়ায় তেমনি সঠিক উত্তরটি না থাকায় তা লেখা বা বৃত্ত ভরাট করারও উপায় থাকে না। সমস্যাটি একারণে হয়ে থাকে যে, সরকারি কর্মকর্তাগণ যখন প্রশ্ন প্রস্তুত করা শুরু করে তখন হয়তো উত্তরটি যথার্থই ছিল কিন্তু পরীক্ষা শুরু হওয়ার পূর্বে এর মাঝখান দিয়ে কিছুদিন অতিক্রান্ত হওয়ার ফলে তখনকার সঠিক উত্তরটিই পরীক্ষা নেওয়ার মূহোর্তে এসে চেঞ্জ হয়ে যায়। ফলে প্রশ্ন প্রস্তুত করার সময়ের সঠিক উত্তরটি পরীক্ষা নেওয়ার সময়ে এসে বেঠিক হয়ে যায় বা পাল্টে যায়। তখন পরীক্ষার্থীরা জানা থাকা সত্বেও তা লিখতে পারে না বা বৃত্ত ভরাট করতে পারে না। অর্থাৎ যারা সমসাময়িক বিষয় সম্পর্কে অধিক অবগত থাকে তারাই একটা বিপাকের মধ্যে পড়ে। কিন্তু যারা অতীকে নিয়েই পড়ে থাকলো এবং সমসাময়িক ঘটে যাওয়া বিষয়ে অবগত হলো না তাদেরই এখানে ফায়দা হয়ে থাকে। অর্থাৎ যে বেশি মার্ক পাওয়ার যোগ্য ছিল সে বঞ্চিত হয় এবং যে মার্ক কম পাওয়ার যোগ্য সেই পরীক্ষার্থীই এগিয়ে যায়। এটাকে এক ধরণের বৈষম্যই বলা চলে। তাই এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে নিম্নোক্ত পদক্ষেপ নেওয়া জরুরী বলে আমি মনেকরি-
১। বৃত্ত ভরাটের ক্ষেত্রে একটি অতিরিক্ত ফাঁকা বৃত্তের ঘর থাকবে। যদি পরীক্ষার পূর্ব
মুহূর্তে সঠিক উত্তরটি চেঞ্জ হয়ে যায় তবে সেই ফাঁকা বৃত্তটি শিক্ষার্থী ভরাট করে সঠিক উত্তরটি পাশে লিখে দিবে।
২। অথবা প্রতিটি নৈর্ব্যক্তি প্রশ্নের সাথে একটি অতিরিক্ত অপশন এরকম থাকবে- (ঙ) সমসাময়িক উত্তর: (এই স্থানে শিক্ষার্থী সমসাময়িক উত্তরটি লিখে দেবে)
৩। লিখিত প্রশ্নের ক্ষেত্রে পরীক্ষার্থী তার খাতায় প্রথমে যথার্থ প্রশ্নটি লিখবে এবং তারপর সঠিক উত্তরটি খাতায় লিখে দেবে।
৪। পরীক্ষকগণ পরীক্ষার তারিখের প্রতি দৃষ্টি রেখে খাতা দেখবেন যে, প্রকৃতপক্ষেই সেই তারিখের মধ্যে দেওয়া পরীক্ষার্থীর উত্তরটি সঠিক ছিল কী-না। যদি সঠিক থাকে তবে পরীক্ষক তাকে মার্ক দেবেন। আর যারা প্রশ্নপত্রে উল্লিখিত অপশন থেকেই বৃত্ত ভরাট করেছে তাদের নাম্বার মাইনাস করবেন।
এরকম উদ্যোগ নিলে দর্বল ছাত্ররা যেমন বেশি বিপাকে পড়বে এবং নিজেদের অযোগ্যতা বেশি অনুমান করতে পারবে তেমনি যোগ্য শিক্ষার্থীরা আরও বেশি মার্ক পেয়ে কাঙ্খিত চাকুরিটি পেয়ে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন